প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
সুবিদপুর পূর্ব ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৫ জুলাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আজিম খান ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া এ কমিটি অনুমোদন দেন। সভাপতি পদে মোঃ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে এমরান হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
এ কমিটি অনুমোদন দেয়ায় জেলা বিএনপির ১নং সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নান ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়াকে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।