প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
আজ মাসুদুর রহমান শিপু তালুকদারের ৩য় মৃত্যুবার্ষিকী
চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক সংগঠক মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদারের আজ ১৭ জুলাই বুধবার ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তাঁর একমাত্র সন্তান সেজাদ রহমান দিগন্ত। উল্লেখ্য মরহুম মাসুদুর রহমান শিপু তালুকদার ছিলেন চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক, তিনি চাঁদপুর বির্তক আন্দোলনের উপদেষ্টা পরিষদের অন্যতম, কালের কণ্ঠ শুভ সংঘের সাবেক সভাপতি, চাঁদপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নাট্যমঞ্চের সাবেক সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।