বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০

কচুয়ায় দেশি মাছ রক্ষায় অভিযান ॥ ৯ লাখ টাকার জাল জব্দ

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় দেশি মাছ রক্ষায় অভিযান ॥ ৯ লাখ টাকার জাল জব্দ

কচুয়ায় খাল-বিল জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই, প্রসন্নকাপ, নয়াকান্দি, কান্দিরপাড়, জায়গির, কাঠালিয়া ও চাইরার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২ শত ৪০টি চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদের নির্দেশক্রমে বাংলা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান জানান, জব্দকৃত পুড়িয়ে দেওয়া রিং জাল ও কারেন্ট জালের মূল্য প্রায় ৯ লক্ষ ৫০ হাজার টাকা। দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে।

পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের ভূমিকায় রিং জাল জব্দ করায় এ জাতীয় জাল দিয়ে মাছ ধরা বন্ধ হলে সবার উপকার হবে।

১৫ জুলাই সোমবার দৈনিক জনকণ্ঠে ‘কারেন্ট জালে দেশি মাছ বিলুপ্তির পথে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে এ অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়