বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০

কোটা সংস্কারের দাবিতে হাজীগঞ্জে অবস্থান কর্মসূচি ও মিছিল

কামরুজ্জামান টুটুল ॥
কোটা সংস্কারের দাবিতে হাজীগঞ্জে অবস্থান কর্মসূচি ও মিছিল

সারাদেশের ন্যায় কোটা সংস্কারের দাবিতে একাত্মতা জানিয়ে হাজীগঞ্জে মিছিল করেছে শিক্ষার্থীরা। ১৫ জুলাই সোমবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপরে বসে ও স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শিক্ষার্থী মিছিল করে। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২টা থেকে পশ্চিম বাজারস্থ চৌরাস্তা এলাকায় একজন দুজন করে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বসে পড়েন। এ সময় কোটা সংস্কারের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে তারা। সড়কে কিছু সময় অবস্থান করার পর হাতে লেখা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিলটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে চৌরাস্তা এলাকায় গিয়ে আবারও সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে। পরে শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং কোটা সংস্কারের দাবি জানান।

‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিষ কিনে দেন। কারণ আমার কোটাও নাই, প্রশ্ন কেনার টাকাও নাই’; ‘কোটা ছেড়ে কলম ধর, বীরের রক্ত প্রমাণ কর’; ‘এমন একটি দেশে বসবাস করি, যেখানে মেধাকে প্রাধান্য না দিয়ে কোটাকে প্রাধান্য দেওয়া হয়’ ; ‘কোটার বিরুদ্ধে সবাই স্বোচ্চার হোন, দেশকে রক্ষা করুন’ এমন লেখা সম্বলিত প্লেকার্ড বহন করে আন্দোলনকারীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়