প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০
মধু পোদ্দারের রোগমুক্তি কামনায় গোপাল জিউড় আখড়ায় প্রার্থনা
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও চাঁদপুর শহরের নতুন বাজারস্থ শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া পরিচালনা কমিটির সদস্য মধুসূদন পোদ্দার এবং মন্দির কমিটির সহ-সভাপতি চিররঞ্জন রায়ের সহধর্মিণী নিলিমা রায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
গতকাল ১০ জুলাই বুধবার সন্ধ্যায় গোপাল জিউড় আখড়ায় আরতি শেষে বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত ছিলেন গোপাল জিউড় আখড়ার সাধারণ সম্পাদক বাপ্পি পাল, সহ-সভাপতি চিররঞ্জন রায়, দপ্তর সম্পাদক স্বপন সাহা, সদস্য গণেশ সিংহ, বাবুল রায়, কার্তিক সিংহ, হারাধন মজুমদার, রুহিপদ সাহা, দেবাশিষ মজুমদার, শম্ভু দত্ত, কিশোর পোদ্দার প্রমুখ।