প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০
সাপ্তাহিক দিবাকণ্ঠের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন এবং পাঠকদের সাথে শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে সকল ক্ষেত্রেই বাজেট থাকে। কিন্তু আমি দেখেছি পত্রিকার ক্ষেত্রে কোনো বাজেট নেই। জেলা ও উপজেলা শহর থেকে একটি পত্রিকা নিয়মিত প্রকাশনা করা অনেক ব্যয়বহুল ও বড় কষ্টসাধ্য ব্যাপার। সাপ্তাহিক দিবাকণ্ঠ আজ থেকে ২১ বছর পূর্বে সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের সম্পাদনায় যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পাপা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আজ পত্রিকাটি বাইশ বছরে পদার্পণ করেছে। এই শুভলগ্নে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে জানাই শুভেচ্ছা। বক্তারা আরো বলেন, পত্রিকাটি জন্মলগ্ন থেকে অনেক কষ্ট স্বীকার করে মুক্তিযুদ্ধের সপক্ষে গণমানুষের কথা বলে আসছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক যুগ যুগ ধরে। আমরা পত্রিকাটির সাফল্য কামনা করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছে দিবাকণ্ঠ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে দিবাকণ্ঠ। দিনের আলোর মতো প্রস্ফুটিত হয়ে উঠুক দিবাকণ্ঠ। পত্রিকাটি সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে। এজন্যে দিবাকণ্ঠ পত্রিকাটি পাঠকদের অকুণ্ঠ সমর্থন নিয়ে প্রকাশনা অব্যাহত রেখেছে। আজকের এই শুভ দিনে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল চন্দ্র দাস।
১০ জুলাই বেলা ১১টায় পত্রিকার চাঁদপুরস্থ কার্যালয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মুন্না সাহা, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম হায়দার মোল্লা, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল জাহান শাওলীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদশা ভূঁইয়া, দিবাকণ্ঠ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি মাঈনউদ্দিন মুন্সী, হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস, স্টাফ রিপোর্টার মহসীন প্রধানিয়া, সংবাদদাতা সুমন ভূঁইয়া, কামাল হোসেন, বিপ্লব সরকার প্রমুখ। এছাড়াও আইনজীবী সহকারী বাবুল সাহাসহ পত্রিকার অন্যান্য প্রতিনিধি এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এছাড়াও পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে মুঠোফোনে অনেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানিয়েছেন।