শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

বাউবির এসএসসির শিক্ষার্থীদের নিয়ে হাসান আলী হাই স্কুলে বই উৎসব

স্টাফ রিপোর্টার ॥
বাউবির এসএসসির শিক্ষার্থীদের নিয়ে হাসান আলী হাই স্কুলে বই উৎসব

চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টাডি সেন্টারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৪ ব্যাচের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও বই উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান ৬ জুলাই শনিবার সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রামের সমন্বয়কারী ও উক্ত স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মান্নান। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বাউবির এসএসসি প্রোগ্রাম চালু রয়েছে। এখান থেকে এসএসসি পাসের পর পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন পর্যায়ে আজকে সম্মানের সাথে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। কেননা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া থেকে দূরে সরে যেতে হয়েছিলো, আজ তারা সকল বাধাকে অতিক্রম করে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে বাউবি এবং হাসান আলী স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ‘বাউবির দীক্ষা : সবার জন্য উন্মুক্ত, গণমুখী, কর্মমুখী ও জীবনব্যাপী শিক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আক্তার স্যারের নেতৃত্বে এগিয়ে চলছে। তিনি বলেন, চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন ৮টি উপজেলায় বাউবির এসএসসি, এইচএসসি, বিএ, বিএসএস, এমএ, এমএসএস প্রোগ্রাম চালু রয়েছে। বর্তমানে ৩১ জুলাই পর্যন্ত এইচএসসি প্রোগ্রামে ভর্তি চলছে। আগামীতে তোমাদের আপনজন, ভাই, বন্ধু , প্রতিবেশী সকলের নিকট বাউবিতে পড়ে যে জীবন গড়া যায় তা জানিয়ে ভর্তি হতে উদ্বুদ্ধ করবে এবং নিয়ে আসবে। যাদের ৮ম শ্রেণির সনদ নেই তারাও একটি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এসএসসিতে ভর্তি হতে পারবে। এ সংবাদটি তোমরা সকলের নিকট পৌঁছে দিবে। অনুষ্ঠানে আরও আলোচনা করেন টিউটর কিংকর সাহা ও ২ জন শিক্ষার্থী। সভায় টিউটরগণ, কয়েকজন সাংবাদিক ও অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনার পর সভাপতি টিউটরদেরকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৪ ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থীদের নিকট নতুন বই তুলে দেন। প্রথম ক্লাসের দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীগণ আনন্দিত হয় এবং উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়