শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৩

অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি

সোহাঈদ খান জিয়া
অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান

চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছানকে অবশেষে বদলি করা হয়েছে।

গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

অধ্যাপক কামরুল হাছান ছাত্রীদের সাথে খারাপ আচরণ করাসহ বিভিন্ন খারাপ কথা বলতেন। যৌন হয়রানি করাসহ ছাত্রীদের ছবি ভাইরাল করার হুমকি দিতেন। তিনি একজন নারী লোভী বলে কথিত আছে । তিনি ছাত্রীদের মোবাইল ফোনে খারাপ ধরনের ভিডিও পাঠাতেন। এ বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে।

এ নিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১৩ আগস্ট সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাছানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম থেকে অব্যাহতিপত্র প্রেরণ করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এবিএম রেজাউল করীম স্বাক্ষরিত এক পত্রে তাকে চাঁদপুর সরকারি কলেজ থেকে পীরগঞ্জ কলেজ, ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর ২৪ খ্রিঃ তারিখে সহকারী অধ্যাপক কামরুল হাছান বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ঐদিন অপরাহ্ন হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে তিনি গণ্য হবেন।

উল্লেখ্য, অধ্যাপক কামরুল হাছানকে নিয়ে তাবাসসুম বিনতে সাইদ নামে এক ছাত্রী তার অপকর্মের বিভিন্ন কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটিতে আলোড়ন সৃষ্টি হলে অভিযুক্ত শিক্ষক চরমভাবে ধিকৃত হন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়