প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০
বাংলাদেশ স্পোর্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের অভিনন্দন
আবুল কালাম জমাদার ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত
রাজধানী ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সমিতির নতুন কমিটির সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম জমাদার। তিনি বৃহত্তর কুমিল্লা সমিতিরও আজীবন সদস্য ও ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ঢাকা ফারুক স্পোর্টসের প্রতিষ্ঠাতা।
৩০তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জুন) ঢাকার মালিবাগে সমিতির নিজস্ব কার্যালয় চাঁদপুর ভবনে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। সবার সম্মতিক্রমে কমিটিতে মোঃ সফিউল আলম স্বপনকে সভাপতি এবং আলহাজ্ব জি. এম. আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিনন্দন
এদিকে আমাদের চাঁদপুরের কৃতী সন্তান ও খেলাধুলা সামগ্রীর ব্যবসায়ী মেসার্স ফারুক স্পোর্টস্-এর প্রতিষ্ঠাতা, ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস্ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম জমাদারকে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা সমিতি সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ স্পোর্টস্ গুডস্ মার্চেন্টস্ ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাঁদপুর জেলা সমিতির সকলকে ধন্যবাদ এবং নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কালাম জমাদারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।