প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০
পুরাণবাজার জগন্নাথ মন্দিরে আটদিনব্যাপী রথযাত্রা অনুষ্ঠান
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও পুরাণবাজার সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ৮ দিনব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। রথযাত্রাকে কেন্দ্র করে আজ ৬ জুলাই শনিবার সন্ধ্যায় মন্দির চত্বর হতে হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন, রথযাত্রার শুভ অধিবাস কীর্তন, ভাগবত পাঠ, সন্ধ্যা আরতি ও দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে ভজন কীর্তন। কাল ৭ জুলাই রোববার সকাল থেকে মন্দির চত্বরে শুরু হবে মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা, দেশ ও জাতির কল্যাণ কামনায় অগ্নি হোত্র যজ্ঞ, দুপুরে ভোগ আরতি, শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, ভজন কীর্তন, দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ ও বিকেল ৪ টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বের হওয়া জগন্নাথ, বলদেব ও শুভদ্রাদেবী আরোহিত সুসজ্জিত ফোল্ডিং রথখানাকে পুরাণবাজার থেকে নতুন বাজারের কালী মন্দিরে অর্থাৎ জগন্নাথদেবের মাসী বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই স্থানেই জগন্নাথ দেব আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রা পর্যন্ত অবস্থান করবেন এবং উল্টো রথযাত্রা পর্যন্ত প্রতিদিন এই স্থানে সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে আরতি কীর্তন, ভজন কীর্তন, ভাগবত পাঠ, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রাদ বিতরণ। ১৪ জুলাই রোববার উল্টো রথযাত্রার দিনে সকাল ১০ টায় কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্নি হোত্র যজ্ঞ, ১১ টায় ভজন কীর্তন, ভোগ আরতি, হরিনাম কীর্তন, ভাগবত পাঠ ও প্রসাদ বিতরণ। বিকেলে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা। এই দিন জগন্নাথদেব আরোহিত সুসজ্জিত রথখানা ভক্তবৃন্দ ভক্তি শ্রদ্ধা সহকারে নেচে গেয়ে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হবে। ৮ দিনব্যাপী রথযাত্রা অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের বিনম্র উপস্থিতি কামনা করেছেন পুরাণবজার জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ ও অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী। অনুরূপভাবে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে অন্যান্য মন্দিরের রথযাত্রাও সম্পন্ন হবে বলে জানা যায়।