প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার ওসির সাথে পূজা কমিটি নেতৃবৃন্দের সভা
আগামী ৭ জুলাই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে চাঁদপুর সদর মডেল থানায় রথযাত্রা অনুষ্ঠান সুন্দর, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনা করার জন্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এ আলোচনা সভা পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ মুহসীন আলম।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরেশ মালাকার ও তাপস রায়।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসকন মন্দির, পুরাণবাজার জগন্নাথ মন্দির, পুরাণ বাজার পালপাড়া বিষ্ণু মন্দির ও নতুন বাজার গোপাল আখড়া রথ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ৭ জুলাই পুরাণবাজার হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হবে এবং ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় এ উৎসব। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা।