বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০

মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার ও চারা বিতরণ

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার ও চারা বিতরণ

মতলব উত্তর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ৩ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীজ সার ও চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের ভর্তুকি দিচ্ছে। তাই তো আজ বাংলাদেশ স্বয়ংসম্পন্ন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো কৃষককে গুলি খেয়ে মরতে হয়নি। সঠিকভাবে সার, বীজ ও গাছের চারাসহ সকল প্রণোদনা পেয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রের সভাপতিত্বে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়