প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০
সড়কজুড়ে গর্ত
সিআইপি বেড়িবাঁধের চাঁদপুর-চান্দ্রা-মুন্সীরহাট সড়কজুড়ে অসংখ্য গর্ত। এসব খানাখন্দ আবার গভীরও। গর্তগুলোতে সচেতন জনগণ গাছের ঢাল, লাঠিতে কাপড় ও কাগজ বেঁধে দিয়ে চালকদের সতর্ক করে থাকেন। যেনো কোনো গাড়ি দুর্ঘটনায় না পড়ে। কিন্তু এ বিষয়ে কোনো দৃষ্টি দিচ্ছে না সড়ক বিভাগ। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, কেউ দুর্ঘটনায় মারা গেলে তবে কি এ রাস্তা ঠিক হবে? এ ব্যাপারে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান সড়কে চলাচলকারী চালক ও পথচারীরা। সম্প্রতি ছবিটি তুলেছেন চাঁদপুর কণ্ঠের স্টাফ রিপোর্টার সোহাঈদ খান জিয়া।