প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০
শাহতলী জিলানী চিশতী উবিতে স্মার্ট ক্লাসরুম স্থাপন
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আইসিটি প্রকল্প-২-এর আওতায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম বাস্তবায়নে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস ও রাউটার স্থাপন করা হয়েছে।
গতকাল ১ জুলাই সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নিকট হস্তান্তর করেন ড্যাফোডিল কম্পিউটারের প্রতিনিধি মিজানুর রহমান।
এ সময় জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, সুমন চন্দ্র সরকার, নাসির উদ্দিন মোল্লা, মোঃ রবিউল আউয়াল খান, ড্যাফোডিল কম্পিউটারের টেকনিশিয়ান মোঃ রিপন মিয়াজী উপস্থিত ছিলেন।
জানা গেছে, ড্যাফোডিল কম্পিউটার চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপনের লক্ষ্যে চুক্তি অনুযায়ী স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস ও রাউটার হস্তান্তর করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের স্মার্ট ক্লাসরুম গঠনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে করে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পাঠদান করতে পারবে। শিক্ষার্থীরা উপকৃত হবে। সেই সাথে ড্যাফোডিলকে ধন্যবাদ জানাই।