বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০

শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রুতে শাহরাস্তির জনপ্রিয় শিক্ষক দম্পতিকে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি ॥
শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রুতে শাহরাস্তির জনপ্রিয় শিক্ষক দম্পতিকে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা

আবেগাপ্লুত অনুভূতি এবং শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রুতে শাহরাস্তির জনপ্রিয় শিক্ষক দম্পতিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিলো তাঁদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ারা খানমকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এদিন দুপুরে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপ্রধানে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। এইচএসসির বিদায়ী শিক্ষার্থী উসায়মা ইসলাম চারু ও পূজা রাণী ঘোষের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইসরাত জাহান নিশি, জাহিদ হাসান সবুজ, মেহেরাজ হোসেন, আর রাফি ও মোঃ মহিবুল্লাহ পাটোয়ারী এবং শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক নূরুল হক, মোঃ শাহজামাল, মোঃ মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণ চন্দ্র দাস, ওয়ালিউর রহমান মোল্লা, প্রভাষক ওমর ফারুক, প্রদর্শক মোঃ আশিকুর রহমান, বিদায়ী শিক্ষক দম্পতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম ও সহকারী অধ্যাপক মনোয়ারা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম ও সহকারী অধ্যাপক মনোয়ারা খানম ১৯৯২ সালের ২০ জুলাই সূচীপাড়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে প্রায় ৩২ বছর শিক্ষকতা করেন। এ বছর যথাক্রমে ২০ ও ৩১ জানুয়ারি তারা অবসরে যান। মোঃ আবুল কালাম সূচীপাড়া ডিগ্রি কলেজে যোগদানের পূর্বে লাকসামের নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে ১৯৯০ সালের সেপ্টেম্বর হতে সূচীপাড়া ডিগ্রি কলেজে যোগদানের পূর্ব পর্যন্ত রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তাঁরা সফল এবং গর্বিত দম্পতি। তাঁদের ২ পুত্র সন্তান রয়েছে। একজন ডাঃ মোঃ মোনতাসির কালাম নাবিল লাকসাম জেনারেল হাসপাতালে কর্মরত। অন্যজন মোঃ মোবাশ্বির কালাম নাহিন হামদর্দ বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিষয়ের প্রভাষক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়