বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনিয়মিতদের উচ্চ শিক্ষার সুযোগ দোরগোড়ায় পৌঁছে দিয়েছে

স্টাফ রিপোর্টার ॥
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনিয়মিতদের উচ্চ শিক্ষার সুযোগ দোরগোড়ায় পৌঁছে দিয়েছে

মতলব দক্ষিণে ৭ জুন শুক্রবার রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রামের ২৪ ব্যাচের ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দেশ ও নাগরিকদের উচ্চতর ডিগ্রি অর্জনের চাহিদা বিবেচনা করে সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত প্রায় ৬৬টি প্রোগ্রাম চালু করেছে। এমনকি সনদবিহীন নাগরিকদের জন্যে এসএসসি প্রোগ্রামে ভর্তির অপূর্ব সুযোগ তৈরি করেছে। চাঁদপুর জেলায় এ বছর থেকে চাঁদপুর সরকারি কলেজে এমএ এমএসএস প্রোগ্রাম চালু হয়েছে। যে সকল নাগরিক বিভিন্ন কারণে ৮ম শ্রেণী পাস করতে পারেনি, তারা ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে তার জীবন চলার নতুন অধ্যায় শুরু করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে যে কোন নাগরিক এসএসসি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারেন। চাঁদপুরের প্রায় প্রতিটি উপজেলায় এসএসসি, এইচএসসি, ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। যারা সফলতার সাথে ডিগ্রি উত্তীর্ণ হবে তারা চাঁদপুর সরকারি কলেজে এমএ এমএসএস ডিগ্রি করতে পারবে। এভাবে নিয়মিত শিক্ষা অর্জন থেকে বঞ্চিত উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী নাগরিকগণ নিজের প্রয়োজন অনুযায়ী উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারাদেশে উচ্চ শিক্ষার সুযোগ নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে তার আপনজন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর নিকট লেখাপড়ার এ সুযোগের কথা পৌঁছে দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমানে এইচএসসি প্রোগ্রামের ভর্তি চলছে, যা আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত চলবে।

সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অরুন চন্দ্র সরকার বলেন, সকলে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে জ্ঞান অর্জন করতে হবে। তা হলেই এ সার্টিফিকেট অর্জন সার্থক হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিউটর মোঃ মশিউর রহমান, মি. রনজিত কুমার বসু ও রবিউল ইসলাম মিজি। সঞ্চালনা করেন টিউটর রফিকুল্লাহ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়