প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০০:০০
ব্যতিক্রমী যাত্রী সেবার মধ্য দিয়ে
চাঁদপুর-কুমিল্লা রূটে নতুন যাত্রীবাহী বাস আইদি পরিবহনের যাত্রা শুরু
চাঁদপুর-কুমিল্লা রূটে যাতায়াতকারী যাত্রীদের আরামদায়ক চলাচলে আধুনিক সেবার প্রত্যয়ে চাঁদপুর-কুমিল্লা সড়কে নতুনভাবে চালু হয়েছে নতুন বাস আইদি পরিবহন। ৬ জুন সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আইদি পরিবহনের শুভ উদ্বোধন করেন উক্ত পরিবহনের মালিক পক্ষের চাঁদপুর প্রতিনিধি ও পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনী দিনে আজ যাত্রী পরিবহন করা হয়েছে একদমই ফ্রি। এ পরিবহন চলবে চাঁদপুর হতে জগতপুর পর্যন্ত। ২০টি নতুন বাস সংযোজন করা হয়েছে এ পরিবহনে।