প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০
কচুয়া উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতার জামিন মঞ্জুর
কচুয়ায় পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেল হাজতে থাকা কচুয়া উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত।
গতকাল ৫ জুন দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়ারা জজ মোঃ মহসিনুল হকের আদালতে আসামীদের পক্ষে নিযুক্ত আইনজীবীরা জামিন চাইলে আদালত তাদেরকে জামিন দেন।
জামিনপ্রাপ্ত আসামীরা হলেন : কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহপরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হোসাইন জাকির, সাচার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোঃ রাজ্জাক ভূঁইয়া ও বিতারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মাসুদ প্রধানিয়া এসব তথ্য নিশ্চিত করে এ প্রতিবেদকে বলেন, আসামীরা চাঁদপুর জেলা জজ আদালত থেকে জামিন পেয়েছেন। রাতেই তারা জেল হাজত থেকে বের হয়ে নিজ নিজ এলাকায় যান।
আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ মাঈনুল, অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরামসহ অন্য আইনজীবীগণ।