বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০

সনাক চাঁদপুরের এসিজি ও ইয়েস সদস্যদের ওরিয়েন্টশন

দুর্নীতি একার পক্ষে দূর করা সম্ভব নয়

অনলাইন ডেস্ক
দুর্নীতি একার পক্ষে দূর করা সম্ভব নয়

সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের প্যাক্টঅ্যাপ এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টশন ৪ জুন সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাকের সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দীন। ৪ জুন বিকেল ৩টায় অর্ধদিবসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশনে মোট ৪০ জন ইয়েস ও এসিজি সদস্য অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সনাকের সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, ইয়েস ও এসিজি গ্রুপ সর্বাত্মক সহযোগিতায় সনাক-চাঁদপুর শিক্ষা, স্বাস্থ্য ও ভূমিখাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করছে। আমরা আশা করছি আপনাদের মাধ্যমে সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলন আরও বেশি বেগবান হবে। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। কাজ করতে গিয়ে যদি কোন সমস্যায় পড়েন তাহলে সনাককে অবহিত করবেন। এসিজি গ্রুপ প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো জনগণ উপস্থাপন করবে সেই সমস্যাগুলো নিয়ে নিজেরাই প্রথমে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। আমাদের প্রত্যাশা আপনাদের সহযোগিতায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সোনার বাংলা বিনির্মাণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা আরও প্রত্যাশা করছি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরিতে সনাক ও এসিজি গ্রুপের মাধ্যমে সনাক তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তিনি অংশগ্রহণকারীগণকে আলোচনায় মনোযোগের সাথে অংশগ্রহণ করার আহ্বান জানান।

টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-মোঃ জসিম উদ্দিন পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীগণকে ওরিয়েন্টেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। তিনি টিআই, টিআইবি ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন যে, এসিজি’র লক্ষ্য হলো-স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবার মানোন্নয়ন করা। দুর্নীতি একার পক্ষে দূর করা সম্ভব নয় দরকার সকলের সমন্বিত উদ্যোগ। দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, দুর্নীতির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামো শক্তিশালীকরণ, নাগরিক সচেতনতা ও দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি এবং সমস্বিত উদ্যোগ খুবই প্রয়োজন। ওরিয়েন্টশনে সনাকের প্রতিষ্ঠানভিত্তিক ৮টি এসিজি গ্রুপের সদস্য ও ইয়েসের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তিনি ওরিয়েন্টশনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়