প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর
১১১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন
মতলবের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন। ৪ জুন সকালে পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতার কাজ চলছে। সমস্ত বিদ্যালয়ের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। পানি পান করার বেসিন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলের সামনেও ড্রেন করা হয়েছে।
একাধিক অভিভাবক জানান, এ যেন এক নতুন বিদ্যালয়। এতে অভিভাবকবৃন্দ চাঁদপুর কণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন ও সহকারী শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন জানান, কাজগুলো সম্পন্ন করে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কমিটির জরুরি সভা করা হয়েছে। সকলে মিলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে বলা হয়েছে। তিনি কাজ সম্পন্ন করে আমাকে জানিয়েছেন।