বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০

বাবুরহাট বিসিকে বিএসটিআই ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

চাঁদনী ট্রেডিং ও আরিয়ান ফুডকে ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
চাঁদনী ট্রেডিং ও আরিয়ান ফুডকে ১৮ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসন চাঁদপুর, বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ জুন মঙ্গলবার শহরের বাবুরহাটে বিসিক শিল্পনগরীতে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বিএসটিআই হতে গুণগতমান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স চাঁদনী ট্রেডিং, বিসিক শিল্পনগরীকে বিএসটিআই আইন-২০১৮-এ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বিএসটিআই হতে গুণগতমান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে টমেটো সস পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স আরিয়ান ফুড প্রোডাক্টস, বিসিক শিল্পনগরী চাঁদপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন চাঁদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর-এর সহকারী পরিচালক নুর হোসেন, বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়