প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন রোববার সকালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফরিদগঞ্জ শাখার হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুরাদ হাসান চৌধুরী, সহকারী ব্যবস্থাপক গৌতম চন্দ্র দেবনাথ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ রবি দাস, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, সাহিত্য সম্পাদক জাহিদ হাসান ও নির্বাহী সদস্য শরীফ হোসেন। আলোচনা শেষে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ বলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দেশের ব্যাংকিং সেক্টরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। দেশের অর্থনীতিকে আরো সুদৃঢ় করার সাথে সাথে কৃষিখাতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের যান্ত্রিক সহায়তা দেয়ার পাশাপাশি বিনামূল্যে সার বিতরণ করেছে। ভবিষ্যতে এই খাতে আরো সহায়তা অব্যাহত থাকবে।