বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০

৪ ও ৫ জুন ড্যাফোডিল প্রিমিয়ার ক্রিকেট লিগের সেমি-ফাইনাল

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
৪ ও ৫ জুন ড্যাফোডিল প্রিমিয়ার ক্রিকেট লিগের সেমি-ফাইনাল

চাঁদপুর স্টেডিয়ামে আগামী ৪ ও ৫ জুন অনুষ্ঠিত হবে ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমি-ফাইনালের খেলা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেব।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ৪ জুন মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে লড়বে আবাহনী ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমি। ৫ জুন বুধবার ২য় সেমি-ফাইনালে লড়বে টিম ডাকাতিয়া ও অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন।

এবারের প্রিমিয়ার ক্রিকেট লীগে প্রথমবারের মতো অংশ নিয়েছিল টিম ডাকাতিয়া। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে টিম ডাকাতিয়া লীগে সুযোগ পেয়ে ভালো দল গঠন করে এবং প্রথমবারই দলটি সেমি-ফাইনালে খেলার যোগ্যতা প্রদর্শন করে।

সেমি-ফাইনাল খেলা উপলক্ষে গত ক’দিন ধরে ক্রিকেট পিচের কাজ করছেন বিসিবি (ঢাকা)-এর পিচ কিউরেটররা। সেমি-ফাইনালে অংশ নেওয়া ৪টি দলই আলাদা আলাদাভাবে এবং আলাদা সেশনে তাদের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সেমি-ফাইনাল খেলার দুদিন পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোঃ মোতালেবের সাথে এ প্রতিবেদকের শনিবার দুপুরে আলাপকালে তারা জানান, প্রাকৃতিক পরিবেশ ভালো থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেমি-ফাইনালে খেলাগুলো অনুষ্ঠিত হবে। গত ক’দিনের বৃষ্টির কারণে মাঠের ক্রিকেট পিচ নষ্ট হয়ে যাওয়ায় আমরা বিসিবি থেকে কিউরেটর এনে পিচ তৈরি করেছি। দলগুলোর খেলার জন্যে মাঠকে খেলার উপযোগী করে তোলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়