মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০

কচুয়ায় পাওনা টাকাকে কেন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় আহত ২

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় পাওনা টাকাকে কেন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় আহত ২

কচুয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন তুলপাই গ্রামের মিয়াজী বাড়ির আব্দুল আজিজের ছেলে শাহ আলম (৩৫) ও একই বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (৩২)। এ ঘটনায় আহত শাহআলমের ভাই শাহ এমরান হোসেন বাদী হয়ে ২ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তুলপাই মিয়াজী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩২) বৃহস্পতিবার বিকেলে কচুয়া আসার পথে কুটিয়া ভাঙ্গা মসজিদের সামনে আসামাত্র ওই গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে এমরান মিয়া (২৬) ও করইশ গ্রামের আবু মিয়ার ছেলে তুহিন (২০) সহযোগীদের নিয়ে ফারুক হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ফারুক হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার সময় ফারুক হোসেনের চাচাতো ভাই তুলপাই গ্রামের আজিজ মিয়ার ছেলে শাহআলম মোটরসাইকেলযোগে ওই পথ দিয়ে কচুয়া বাজারে আসার পথে মারামারি দেখতে পেয়ে উভয়কে থামানোর চেষ্টা করলে এমরান হোসেন ও তুহিন তাকেও বেদম মারধর করে সংজ্ঞাহীন করে রাস্তায় ফেলে রাখে এবং তার সাথে থাকা প্রায় দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে শাহআলম ঘটনাস্থলেই মলত্যাগ করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শাহআলম ও ফারুক হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ফারুক হোসেন জানান, বাজারের ফলের আড়তদার কুটিয়া গ্রামের এমরান হোসেনের কাছ থেকে আমি ফল নিয়ে বিক্রি করে আসছি। ফলের টাকা বাবদ ৩ হাজার টাকা এমরান পাবে। বৃহস্পতিবার সকালে এমরান হোসেন আমাদের বাড়িতে আসলে আমি তাকে সন্ধ্যার মধ্যে পাওনা টাকা পরিশোধ করবো বললে সে আমাকে গালমন্দ করে চলে আসে। ওইদিন বিকেলে কচুয়া বাজারে আসার পথে সে আমার পথ অবরোধ করে সাঙ্গ-পাঙ্গ দিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় আমার চাচাতো ভাই শাহআলম ঘটনাস্থলে আসলে তাকেও তারা মারধর করে সংজ্ঞাহীন করে ফেলে।

অভিযুক্ত এমরান হোসেনের বক্তব্য জানতে কুটিয়া গ্রামের তার বাড়িতে গেলে তাকে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ০১৮৮৫২৫০৬৭০ নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, তুলপাই গ্রামের শাহ এমরান কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়