প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩
বাগাদীতে বিএনপি নেতা আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে অঢেল সম্পত্তির মালিক
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়া হচ্ছেন স্থানীয় বিএনপি নেতা। অথচ তিনি আওয়ামী লীগের সময় প্রভাব বিস্তার করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।
জানা যায়, আনোয়ার হোসেন আনু বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলেও তার সম্পর্ক ছিলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে। তিনি ১৬ বছর ধরে আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক রেখে উত্তর নানুপুর এলাকার সহজ সরল সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। রাজনৈতিক তকমা লাগিয়ে বিভিন্ন ছলচাতুরি করে কম দামে জমি লিখে নেয়া, বিভিন্ন কৌশল অবলম্বন করে কম মূল্যে নারীদের ওয়ারিশের সম্পত্তি লিখে নিয়ে ভাই-বোনের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করা, মাপ জরিপ করতে গিয়ে সমস্যা সৃষ্টি করা, বাড়ি বাড়ি কোন্দল লাগিয়ে দিয়ে এলাকায় ঝামেলা সৃষ্টি করে মক সালিস বসিয়ে টাকা হাতিয়ে নেয়ার কাজ করেন তিনি। এছাড়া এলাকার দিদার নামে নিরীহ এক ছেলেকে গরম পানি নিক্ষেপ করা, চরমেয়াশার মাছের ঝিলের হিসাব ছয় নয় করে বুঝিয়ে সদস্যদেরকে কম লাভ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, এক শিক্ষকের মাকে বাঁশ নিয়ে জনসম্মুখে মারার জন্যে তেড়ে যাওয়া, সুদের টাকার লভ্যাংশের জন্যে নিরীহ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পাচ্ছে না। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হওয়ায় বিএনপির পদ-পদবি ব্যবহার করে তিনি তার অপকর্ম জোরদার করেছেন।
এ ব্যাপারে এলাকার নিরীহ মানুষ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দৃষ্টি কামনা করেন।