প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮
মুন্সিগঞ্জের শ্রীনগরে রমজান মুন্সী হত্যা মামলার তিন আসামী গ্রেফতার
মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
|আরো খবর
২ ডিসেম্বর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৮) এবং তার সহযোগী মোহাম্মদ রনি (৩৫) ও শাহিন প্রধান (৩৬)। পুলিশ জানায় প্রথমে রাজধানীর কদমতলী থেকে ওয়াসিমকে,পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার হরপাড়া এলাকা থেকে শাহিন ও রনিকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি ।
প্রসঙ্গত গত ২৭ নভেম্বর ১১টার দিকে উপজেলার শ্রীনগর খাল থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা তিন দিন নিখোঁজ থাকা প্রবাসী রমজান মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ দিন আগে ২৫ নভেম্বর শ্রীনগরের দেউলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
২৬ নভেম্বর তার সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল তার ।
দেড়-মাস আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন রমজান মুন্সী।