প্রকাশ : ০৯ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে থ্যালাসেমিয়া দিবস পালন
‘বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ফরিদগঞ্জের রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বুধবার সকালে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনির্বাণের আহ্বায়ক নূরুল করিম ফরিদের সভাপতিত্বে আইফা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, অনির্বাণের সদস্য সচিব হাসান খান। আলোচনা সভায় জেলা পর্যায়ে হিমোগ্লোবিন ইলেকট্রপ্লেসেস (থ্যালাসেমিয়া) পরীক্ষা চালু করণের বিষয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, অনির্বাণ সংগঠনটি ২০১২ সাল থেকে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এ যাবত ৩৮ জন রোগীকে ২২৭৮ ব্যাগ রক্ত জোগানে সহায়তা করেছে।