বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ এআর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা

সকলের সহযোগিতায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুন্দর মিলন মেলা করা সম্ভব হবে

----------মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো ॥
সকলের সহযোগিতায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুন্দর মিলন মেলা করা সম্ভব হবে

ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। আমান উল্লা আমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রাক্তন র্শিক্ষার্থী বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক প্রভাষক মুকবুল পাটওয়ারী, প্রাক্তন র্শিক্ষার্থী পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, প্রাক্তন র্শিক্ষার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন ও প্রাক্তন র্শিক্ষার্থী প্রবীর চক্রবর্তী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি এবং এখানে উপস্থিত সকলেই গর্ববোধ করেন। এই বিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। তাই এই বিদ্যালয়ের বিষয়ে যখনই কোনো কিছু শুনি সাথে সাথে ছুটে আসি। ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসব উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভাতেও তাই ছুটে এসেছি। আশা করছি সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুন্দর মিলনমেলার আয়োজন করা সম্ভব হবে।

আলোচনা শেষে মিলনমেলাকে সফল করতে পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সভাপতি করে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়