রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০

পুরাণবাজার গীতা মন্দিরে

নাট মন্দির নির্মাণ কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন তপনান্দ গিরী মহারাজ

স্টাফ রিপোর্টার ॥
নাট মন্দির নির্মাণ কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন তপনান্দ গিরী মহারাজ

চাঁদপুর জেলা শহরের ঐতিহ্যবাহী পুরাণবাজার ঘোষপাড়া গীতা মন্দিরের নাট মন্দিরের নির্মাণ কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন আন্তর্জাতিক মানের সেবা প্রতিষ্ঠান, চট্টগ্রামস্থ সীতাকুণ্ড শংকর মঠের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরী মহারাজ। ব্যাপক ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে গতকাল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মাহেন্দ্রক্ষণে তিনি এই নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমাদের যোগ সাধনায় গীতার বিকল্প নেই। যে ব্যক্তি গীতা পড়ে ও শোনে উভয়ই সমান ভাগ্যবান। গীতাই মানুষের মুক্তির একমাত্র অবলম্বন, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী নিয়েই গীতার প্রকাশ। তাই গীতা মন্দির স্থাপন বা এর উন্নয়ন সাধন করাও একটি মহৎ কাজ। ভগবানের সন্তুষ্টি কামনায় আজ যারা গীতা মন্দিরের নাট মন্দির নির্মাণ কাজে অংশ নিয়েছেন, পরম ঈশ্বর ভগবান শ্রী কৃষ্ণ সকল কাজে তাদের সহায় হবেন বলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা তা বিশ্বাস করি। তিনি সকলের মঙ্গল কামনায় ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে প্রার্থনা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পুরাণবাজার ঘোষপাড়া সার্বজনীন গীতা মন্দিরের সভাপতি বিবেকলাল মজুমদার, সাধারণ সম্পাদক হরিপদ দাস, উপদেষ্টা কেশব মজুমদার, গোপাল চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পার্থ ঘোষ, সদস্য জয়দেব মজুমদার (মাস্টার), অরুণ দাস, বিপ্লব দাস কুট্টি, জুয়েল কান্তি নন্দু, ভাষাণ ঘোষ, নরেশ চন্দ্র দাস, গোপাল ঘোষ, মরণ ঘোষ, কেশব চন্দ্র দে, অজিত সরকার, নরেশ চন্দ্র দাস, কার্তিক চন্দ্র দাসসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, ১৩৯২ বঙ্গাব্দে পুরাণবাজার ঘোষপাড়ায় ভক্ত অনুরাগীদের আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠা সার্বজনীন গীতা মন্দির নির্মাণ কাজ উদ্বোধন করেন আন্তর্জাতিক মানের সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রামস্থ সীতাকুণ্ড শংকর মঠের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরী মহারাজ। সেই থেকে চাঁদপুর জেলা শহরসহ দেশের বিভিন্নস্থান থেকে ভক্তবৃন্দ এই স্থানে আসতেন এবং নিয়মিত পূজা অর্চনা প্রদানপূর্বক তাদের সুখ, স্বাচ্ছন্দ্যলাভে প্রার্থনা জানাতেন। প্রতিবছরই এই স্থানে দেশ-বিদেশের সাধু-সন্তদের ব্যাপক উপস্থিতিতে বিশ্বশান্তিকল্পে ব্যাপক আয়োজনে গীতা যজ্ঞ থেকে শুরু করে নিয়মিত পূজা অর্চনা উদযাপিত হয়ে আসছে। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে মন্দিরে একটি নাট মন্দির নির্মাণ করতে না পারার কারণে প্রায়ই ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন রোদ বৃষ্টিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে অনেকটা বিঘ্ন সাধন হতো। এমনি পরিস্থিতিতে বর্তমান মন্দির পরিচালনা কমিটি নাটমন্দির নির্মাণে স্ব উদ্যোগী হয়ে ভক্ত অনুরাগীদের সাহায্য-সহযোগিতায় নাট মন্দির নির্মাণ কাজে উদ্যোগী হন। নাট মন্দির নির্মাণসহ মন্দিরের উন্নয়নে প্রায় ২ কোটি টাকার প্রয়োজন রয়েছে বলে গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিবেকলাল মজুমদার ও সাধারণ সম্পাদক হরিপদ দাস জানান। তারা মন্দির উন্নয়নে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়