প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
চাঁদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা
মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, পৌরসভার মহিলা কাউন্সিলর আয়শা রহমান, জেলা মৎস্যজীবী লীগের শাহ আলম মল্লিক, রিকশা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আরো বলেন, পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। তাই যে জাতি ভাষার জন্য রক্ত দিতে পারে তারা দেশের জন্য রক্ত দিতে পারে। অতএব এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই জাতি ভাষা, স্বাধীনতা এনেছে রক্ত দিয়ে। অতএব দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সবাইকে।