প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রকাশিত সংবাদের পর
চুরির মাল ফেরত!
চোর চুরি করার পর নিজ দায়িত্বে তা আবার ফিরিয়ে দেয়ার ঘটনা খুব কমই রয়েছে। এমনই ঘটনা ঘটেছে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত চাঁদপুর শহরের বকুলতলায় চোরের উপদ্রব সংবাদটির মাধ্যমে। সংবাদটিতে ছিলো বকুলতলা এলাকায় কিন্ডারগার্টেন স্কুলের বড় লোহার ঘন্টা চুরি হওয়ার বিষয়ে।
জানা যায়, ঘণ্টাটি চুরি হবার পর স্কুল কর্তৃপক্ষ থানায় গিয়ে পুলিশকে অবহিত করে। পুলিশ সরেজমিনে এসে এলাকায় চুরির বিভিন্ন ঘটনা শুনে এলাকাটি পর্যবেক্ষণ করে। ফলস্বরূপ পরদিন (গতকাল) সকাল বেলা স্কুল খোলার পরপরই দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় চুরি করা স্থানটিতেই লোহার ঘন্টাটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। যেন অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলটিতে রাতের বেলা কিংবা সন্ধ্যার পর পর স্কুলের গেইট এবং স্কুলের পিছন দিয়ে দেয়াল ডিঙ্গিয়ে কিছু উচ্ছৃঙ্খল লোক ভেতরে ঢুকে মাদক, জুয়া এবং মোবাইলের আসর বসায়। কিন্তু যখনই তারা মানুষের উপস্থিতি টের পায় সতর্ক হয়ে আড্ডা বসার স্থানটি মুহূর্তের মধ্যে পরিত্যাগ করে। স্কুলটির আঙ্গিনা যেন নিরাপদ একটি স্থান হয়ে গেছে মাদক গ্রহণের।