প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার প্রদান
ফরিদগঞ্জ উপজেলার ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন পাটওয়ারী।
শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফ.এম. ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান মাওঃ জাকির হোসেন, অন্যতম পরিচালক মোঃ হাছান গাজী, অভিভাবক তছলিম, রিয়াজ উদ্দিন ফরিদী প্রমুখ। আলোচনা সভা শেষে মেধাবী এবং ক্রীড়ায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।