মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর গণসংযোগ অব্যাহত রয়েছে। তিনি প্রতিদিন তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। গতকাল রোববার সন্ধ্যার পর তিনি চাঁদপুর শহরের সাউথ প্লাজা, রেলওয়ে হকার্স মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী, দোকান মালিক ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমি আমার সদর উপজেলা এলাকায় কাজ করার চেষ্টা করেছি। অনেক সীমাবদ্ধতার মাঝেও নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোঁয়া আমাদের এলাকায়ও লেগেছে। এই আসনের সাংসদ মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছেন। এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আগামী দিনে চেয়ারম্যান নির্বাচিত হলে আরো বড় আকারে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।

এ সময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন, পৌর আওয়ামী লীগ নেতা সঞ্জিত পোদ্দার, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম ফুটন মিজি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মৃধা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়