মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে নিসচা’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল বিতরণ

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে নিসচা’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল বিতরণ

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২টি পরিবারকে ছাগল প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৩ ফেব্রয়ারি দুপুরে ফরিদগঞ্জ উপজলার চান্দ্রা বাজারে নিসচার কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে ১টি এবং নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ১টিসহ মোট ২টি মাতৃ ছাগল প্রদান করা হয়। ছাগল বিতরণকালে নিসচার সভাপতি বারাকাত উল্লাহ বলেন, নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় এ বছরও মাতৃ ছাগল বিতরণ করা হলো। আপনারা এ ছাগল পালন করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনে এর মাধ্যমে ভবিষ্যতে একটি খামার গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করছি। আমাদের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আলম সাইফি, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ আত্তারি, দপ্তর সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, সদস্য ইসমাইল হোসেন, কপিল উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়