বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

মতলব জগন্নাথ মন্দিরের বার্ষিক হরিনাম উৎসবে যোগ দিলেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥
মতলব জগন্নাথ মন্দিরের বার্ষিক হরিনাম উৎসবে যোগ দিলেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

বিশ্ব শান্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত ৭০তম বার্ষিক উৎসবের ৬৪ প্রহর হরিনাম কীর্তন সম্পন্ন হয়েছে। আট দিনব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপনী দিন অর্থাৎ ২৯ জানুয়ারি সন্ধ্যায় উৎসব স্থলে উপস্থিত হন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তারা উৎসবস্থলে পৌঁছলে স্থানীয় নেতৃবৃন্দসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান এবং মহাপ্রসাদে আপ্যায়িত করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ উপস্থিত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং সুন্দর আয়োজন ও শৃঙ্খলাবোধের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এত ব্যাপক আয়োজন ও ভক্ত উপস্থিতি এখন আর তেমনভাবে চোখে পড়ে না। যারা এই আয়োজন করেছেন তারা খুবই ভাগ্যবান। তাদের আয়োজন সফল হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, আমাদের আয়োজন যতই সফল হোক না কেন আমরা যেন আমাদের ধর্মীয় অনুভুতি ও সংস্কৃতি থেকে সরে না যাই এবং অপর ধর্মের মানুষ আমার দ্বারা মনে আঘাত না পান, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, ধর্ম মানুষের কল্যাণের জন্যে, মানসিক বা শারীরিক অশান্তির জন্যে নয়।

হরিনাম কীর্তনের সমাপনী দিনে মতলব দক্ষিণ উপজেলার অফিসার ইনচার্জ রিপন বালা, মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, গোপাল চন্দ্র সাহা, সদস্য মানিক ঘোষ, নারী নেত্রী প্রীতি রাণী সাহা, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক বাদল নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মন্দির কমিটির কৃষ্ণ গোপাল ঘোষ, বিজয় সাহা, অজিত বিশ্বাস, সুকুমার ঘোষ, সাংবাদিক সুমন ভট্টাচার্য, বিলাস সরকার, সৌভাগ্য সরকারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন মন্দির ও সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার ভোরে নগর পরিভ্রমণ, শান্তি আশীর্বাদ দান, ও মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে ৮ দিনব্যাপী ধর্মীয় উৎসবের শুভ সমাপ্তি ঘটে। উৎসবের প্রতিদিনই ভক্ত নর-নারীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। যা বিগত উৎসবগুলো থেকে অনেক বেশি বলে মনে করছেন আয়োজকগণ। উৎসবকে কেন্দ্র করে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সম্মুখস্থানে বড় মেলা বসে। মেলায় ভক্তদের কেনাকাটায়ও ছিল লক্ষ্মণীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়