বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রুত বাস্তবে রূপ নেবে

--------জিএস তসলিম আহমেদ

প্রবীর চক্রবর্তী ॥
স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রুত বাস্তবে রূপ নেবে

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে ফরিদগঞ্জে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৭টি স্টলের মাধ্যমে তাদের উপস্থাপনা প্রদর্শন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডলের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ।

এ সময় তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মেধাবীদের প্রতিভা বিকাশের জন্য প্রতিবছর এসব আয়োজন করে থাকে। আমাদের শিক্ষার্থীরাও অন্য দেশের তুলনায় কোনোভাবেই যে পিছিয়ে নয়, আজকের মেলার স্টলগুলো দেখে আমরা নিশ্চিত। আমার বিশ্বাস এসব প্রতিভাকে কাজে লাগাতে পারলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রুত বাস্তবে রূপ নেবে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা আগামী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট শিক্ষার্থী চাইছেন। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিলে তারা অব্যশই আমাদের স্বপ্নকে সফল করবে।

আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সিনিয়র সহ-সভাপতি এম কে মানিক পাঠান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়