প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রশিক্ষণের উদ্বোধন
মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশে সমর্থ হবে
-------জিএস তসলিম
ফরিদগঞ্জে বালক-বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪-এর আওতায় তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২৯ জানুয়ারি সোমবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন হয়।
ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ।
তিনি বলেন, অ্যাথলেটরা উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে উঠবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ উপজেলার সুনাম বৃদ্ধি করবে। ইতিমধ্যেই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেয়েদের ক্ষেত্রে এ বছর ফরিদগঞ্জ উপজেলা জেলায় চ্যাম্পিয়ন এবং তার আগে ছেলেদের ক্ষেত্রে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আগামীতে আমরা উভয় বিভাগে জেলার চ্যাম্পিয়ন হওয়াসহ সকল ক্রীড়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চাই। এজন্যে প্রশিক্ষণের বিকল্প নেই। আশা করবো মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশে সমর্থ হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী ও উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ান শাহীন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। মোট ১১টি ইভেন্টে এই অ্যাথলেটিক্স ও ক্রীড়া প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।