বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

বঙ্গবন্ধুর মুর‌্যালে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
বঙ্গবন্ধুর মুর‌্যালে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। ২৮ জানুয়ারি রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

এ সময় জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া মিঠুসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় সাবেক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এ.এন. এম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ শাহজাহান আখন্দ, যুগ্ম সম্পাদক অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস্ অ্যাডঃ সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ জাবির হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর অ্যাডঃ মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর অ্যাডঃ সফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিস্টাারিং অথরিটি অ্যাডঃ মোঃ আবু কাউছার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ শাহ-ই-জালাল সাব্বির, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ আব্দুল্লাহ আল নাকিব, অ্যাডঃ মুহাম্মদ শেখ সাদি ও অ্যাডঃ মোঃ আবির হোসেন রনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়