প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
পৃথক অভিযানে ১৭৮ মণ জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে এবং চাঁদপুর বড় স্টেশন যাত্রীবাহী ট্রেন থেকে পৃথক অভিযানে ৭ হাজার ৫০০ কেজি (১৭৮.৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
২৭ জানুয়ারি শনিবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পৃথক যৌথ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে
২৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরভৈরবী মাছঘাটের উদ্দেশ্যে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ হতে আসা দুটি ট্রলারে থাকা ৫ হাজার ৮শ’ কেজি জাটকা জব্দ করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জানুয়ারি দুপুরে অপর অভিযানে চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন হতে বাক্সে থাকা ১ হাজার ৭শ’ কেজি জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড স্টেশনে এসব জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আবদুস সাত্তার, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম, চাঁদপুর ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেনসহ কোস্টগার্ড সদস্যরা।