প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
পূর্ব শাহতলীতে ওয়াজ ও দোয়ার মাহফিল
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ এবং পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি শুক্রবার পূর্ব শাহ্তলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, এ এলাকা শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে। এখানে প্রতি বছর এ মাহফিলটি হচ্ছে। ইতিমধ্যে অনেক মুসল্লি এসেছেন। আপনারা মাহফিলে দ্বীনের কথা শুনবেন। এখন যিনি ওয়াজ করছেন তিনি প্রখ্যাত আলেম। মাহফিলে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল সাহেব আছেন। একঝাঁক যুবকের দীর্ঘ কষ্টের পরিশ্রমের ফসল হচ্ছে আজকের মাহফিল। ডিবির কর্মকর্তা কবির ভাইয়ের নেতৃত্বে আজকে এখানে মুসল্লিদের মিলনমেলা ঘটেছে। সবাই নিবেদিতভাবে মাহফিল সফল করার জন্য কাজ করেছেন। অনেক ওয়াজিন বয়ান করবেন, আপনারা তা শুনবেন।
পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইনের পরিচালনায় ওয়াজ করেন ঢাকা মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান, চাঁদপুর ওয়ারলেছ বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী ও হাজীগঞ্জ মালীগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ মামুন হোসাইন চাঁদপুরী।
মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
মাহফিলে পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ৩জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন অতিথিবৃন্দ।
মাহফিলে অংশগ্রহণ করেন মাহফিল উদযাপন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডিবি কর্মকর্তা মোঃ সাইফুল কবির চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মোঃ হানিফ চৌধুরী, সদস্য সচিব মোঃ জহির হোসেন চৌধুরী, পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী আলহাজ আব্দুর রহিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুাক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, শাহতলী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ দেলোয়ার হোসেন দেলু, ঢাকার ব্যবসায়ী মোঃ ইয়াছিন মিজি, শাহতলী বাজারের ব্যবসায়ী মোঃ আলমগীর গাজী, মোঃ সোহাগ গাজীসহ সহস্রাধিক মুসল্লি।
মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।