প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
গৃদকালিন্দিয়ায় চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি শফিকুর রহমান
২৬ জানুয়ারি শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গদৃকালিন্দিয়া আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে লক্ষ্মীপুর জেলা একাদশ রামগঞ্জ অলরাউন্ডার একাদশের মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, যুবসমাজকে ক্রীড়ামুখি করেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। আর সেই উদ্দেশ্যেই রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট আয়োজন। ইতিপূর্বেও স্থানীয় চেয়ারম্যান শরীফ খান ফুটবলসহ অন্য খেলাগুলো আয়োজনের মাধ্যমে সফলতা দেখিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে প্রয়োজন। কারণ একটি প্রশিক্ষিত যুবসমাজই আগামীর স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবে। শুধুমাত্র পড়ালেখা দিয়ে নয়, ক্রীড়ার মাধ্যমেও নেতৃত্ব দেয়া সম্ভব। আমাদের মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান যার বড় উদাহরণ। আমার বিশ্বাস ফরিদগঞ্জ থেকে আগামী দিনের সাকিব আল হাসান, মাশরাফি, মুশফিকুর রহিম, শান্ত, তাসকিনের মতো খেলোয়াড় উঠে আাসবে এসব টুর্নামেন্টের মাধ্যমে। তাই শুধু রূপসা দক্ষিণে নয়, প্রতিটি ইউনিয়নে এ ধরনের ক্রীড়ার আয়োজন করতে হবে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ খানের সভাপতিত্বে ও সামছুল আলম রনির উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার। তিনি বলেন, যুব সমাজ খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে। যদি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা কোনো সমাজে না থাকে তবে সে সমাজে ধর্মান্ধতা বাসা বাঁধে, উগ্রতা বাসা বাঁধে। এ সমাজকে সাবলিলভাবে পরিচালনা করতে শিক্ষা, সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমরা আশা করবো চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে, এটি যেন প্রতিবছর হয় সেই আশাবাদ ব্যক্ত করবো।
বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট কামরুল হাসান সাউদ, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সবুজ, এমপি প্রতিনিধি শওকত আলী, আল আমিন রাজা, আঃ সাত্তার পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন টেলু, জহির হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।