প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
২৬ জানুয়ারি শুক্রবার চাঁদপুর শহরের বাইতুল আমীন শপথ চত্বরে ট্রান্সজেন্ডার নামে সমকামিতা শিক্ষা, ইসলাম বিদ্বেষী পাঠ্যসূচি বাতিল ও ইবির ভাইবা বোর্ডে নেকাব পরিহিত শিক্ষার্থীর ভাইবা না নেয়ায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চাঁদপুর জেলা ছাত্র মজলিস। সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল ও খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমদ।
বক্তারা বলেন, ট্রান্সজেন্ডার হলো পাশ্চাত্যের নারীবাদী আন্দোলন, আমেরিকার সমকামী আন্দোলন ও ষাটের দশকে আমেরিকায় ঘটা যৌন আন্দোলনের আইডেনটিটি মতবাদ। এটি মূলত মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমালঙ্ঘন। এটি আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা, সমলিঙ্গের মধ্যে যৌনতাসহ নানা বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণ এবং মহান আল্লাহর নির্ধারিত পরিবার ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ। নিরানব্বই ভাগ মুসলিমের দেশে এমন নোংরামি মেনে নেয়া যায় না। বক্তারা বলেন, শরিফ থেকে শারিফা হওয়ার গল্প সম্বলিত সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অবিলম্বে বাতিল করে এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সারাদেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলা হবে। একটি মুসলিম রাষ্ট্রের ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা বোরকা ও হিজাব পরার স্বাধীনতা না পাওয়াটা চরম দুঃখজনক। এর সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
চাঁদপুর জেলা ছাত্র মজলিসের সেক্রেটারি মোহাম্মদ সাইফ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এসএম আনওয়ারুল করীম, জেলা মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি ফারুক মুহাম্মদ নুয়াইম, এসএম সুলতান আহমদ, ছাত্র মজলিসের চাঁদপুর শহর সভাপতি আব্দুল্লাহ, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুহাম্মদ হাসান, চাঁদপুর শহর সেক্রেটারি আশেকে ইলাহি, মাদানি জোন শাখা সভাপতি আব্দুল্লাহ, হুমায়ন কবির প্রমুখ।