প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরের নাটমন্দির নির্মাণ কাজ উদ্বোধন
চাঁদপুর শহরের পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরে নাটমন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রমত্তা মেঘনার কোলঘেঁষে গড়ে ওঠা হাজারো ভক্তের প্রাণের স্পন্দন ঠাকুর রামচন্দ্র দেবের নাটমন্দির নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত-সমাবেশ পরিলক্ষিত হয়েছে। গতকাল ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুভলগ্নে ভিত্তিপ্রস্তর স্থাপনকার্য সম্পন্নে পৌরোহিত্য করেন মন্দিরের পুরোহিত কেদারনাথ চক্রবর্তী।
ভূমিদাতা স্বর্গীয় জগবন্ধু সাহার প্রয়াত পত্নী রেনুকা প্রভা সাহার দানকৃত ভূমিতে রামশ্রিত ঠাকুরের ভক্তবৃন্দ বিশাল পরিসরে ১৩৩৩ বঙ্গাব্দে শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির স্থাপন করেন। পরে মন্দিরের ব্যাপক উন্নয়নে এবং আধুনিক সৌন্দর্যমণ্ডিত মন্দির নির্মাণের লক্ষ্য ১৪০৪ বাংলার ২৬ কার্তিক ফরিদপুর ডিঙ্গামানিক মন্দিরের মহন্ত মহারাজ সুনীল কুমার চক্রবর্তী মন্দির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পর্যায়ক্রমে মন্দিরে ভক্ত নিবাস, মোহন্ত নিবাস, প্রসাদালয়সহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হলেও নাটমন্দিরের উন্নয়নসাধিত না হওয়ায় দোল উৎসব, হরিনাম কীর্তনসহ আয়োজিত ধর্মীয় উৎসবে ভক্তদের ব্যাপক উপস্থিতির কারণে নাটমন্দির পুনঃনির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে মন্দির কর্তৃপক্ষ নতুন আঙ্গিকে নাটমন্দির নির্মাণ কার্যক্রম শুরু করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ গনেশ দে, পুরাণবাজার গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দির কমিটির প্রমোদ চন্দ্র দাস, মানিক সাহা, প্রভাস সাহা, রামঠাকুর মন্দিরের শেখর পাল, কালাচাঁন বণিক, বিশ্বনাথ মালাকার, রিপন সাহা, দ্বীপক সাহা, কানাই পোদ্দার, শ্যাম সাহা, ভীম সাহা, শ্যামল ঘোষ, মানিক ঘোষ, কুলদীপ মালাকার, দুলাল হাওলাদার, তাপস দত্ত, শংকর সাহা, লিটন সাহা, পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের সহদেব বর্মণ, চন্দ্রেশ্বরী কালী মন্দিরের টুটন বণিক, খোকন সাহা, দাসপাড়া শিব মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দাসসহ মন্দিরের ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।