প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহতলী কামিল মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, আমি চাঁদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের কম্বলের জন্যে আবেদন করেছি, সেই প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে তোমাদের এ কম্বল দিয়েছে। তোমরা এ কম্বলটি ব্যবহার করবা। তোমরা যাতে শীতে কষ্ট না পাও। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এ কম্বল। পরে তিনি ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের সুপার মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম. হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, মাদ্রাসার অফিস সহকারী মোঃ রিয়াদ হোসেন, অফিস সহকারী মোঃ শরীফ খানসহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ ছাড়াও এদিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে রুশদী পরিবারের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আছর পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এবং শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে কম্বল বিতরণ করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।