বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যদের সাথে মতবিনিময়

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন আজীবন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, আজীবন সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, রোটাঃ মোহাম্মদ আলী জিন্নাহ, রোটাঃ আলহাজ মোশাররফ হোসেন, জামাল হোসেন, এমআই মমিন খান, হাজি আঃ লতিফ তপাদার, রোটাঃ শবে বরাত সরকার, রোটাঃ গোপাল সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সবধরনের সদস্যরা মিলেই প্রেসক্লাব পরিবার। প্রেসক্লাবের সদস্যদের সুখে-দুঃখে সবাই পাশে আছি ও থাকবো। সম্মিলিতভাবে প্রেসক্লাবকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস ও আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক একে আজাদ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়