বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবির পক্ষ থেকে মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে সংবর্ধনা

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবির পক্ষ থেকে মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে সংবর্ধনা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল এবং অধ্যক্ষ মোঃ আবু ছাইদের নেতৃত্বে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংসদকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কলেজ শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রভাষক আকতার হোসেন ও কামরুল হাসানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা প্রদানকালে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিপুলে ভোটে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এর আগে তিনি নৌকা প্রতীকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়