প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় যুবলীগ নেতা নিজাম মিয়ার মায়ের জানাজা সম্পন্ন
কচুয়ায় উপজেলার বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম মিয়ার মমতাময়ী মা দেলোয়ারা বেগম (৬৫) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ জোহর মাঝিগাছা মিয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।