বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

রেদওয়ান আহমেদ জাকির রোটারী ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত

মতলব ব্যুরো ॥
রেদওয়ান আহমেদ জাকির রোটারী ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত হয়েছেন মতলব রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও মতলব বাজারের ব্যবসায়ী জাকির কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির। আগামী ১ জুলাই থেকে তিনি এক বছরের জন্যে অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাকে অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত করায় রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের গভর্নর (২০২৪-২৫) এ.এইচ.এম ফয়সাল আহম্মদ, রোটারিয়ান পিডিজি ড. মনজুরুল হক চৌধুরী, রোটারীয়ান পিডিজি ড. বেলাল উদ্দিন আহম্মদ, পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান পিপি জালাল উদ্দিন বাবলু, পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মফিজ উদ্দিন সরকার, সিওজি মেম্বার্স, ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ ও সকল রোটারিয়ানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি মহান আল্লাহ তায়ালার নিকট শোকরিয়া আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিক, সুন্দর ও সুচারুরূপে পালন করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, রোটারিয়ান পিপি রেদওয়ান আহমেদ জাকির বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও সহ-সম্পাদক (অন-লাইন), মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সিটির ক্লাব এডভাইজার, ইন্টার‌্যাক্ট ক্লাব অব মতলবের ক্লাব এডভাইজার, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক, লিটল স্কলার্স একাডেমির পরিচালক, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, আল আমিন ক্রীড়া চক্রের সদস্য, মতলব হাইস্কুল ও নবকলস দারুল ইসলাম জামে মসজিদের সদস্য, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন, মতলব সাংবাদিক ও জনকল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, ফ্রেন্ডস’ ৯৯ সামাজিক সংগঠনের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক দিবাকণ্ঠ এবং মতলবের জনপদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়