প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
কার্তিক চন্দ্র সাহার ৩য় মৃত্যুবার্ষিকীতে হরিনাম যজ্ঞ
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর জেলা সৎসঙ্গ আশ্রমের সভাপতি ও পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু ধর্মীয় ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত দানশীল ব্যক্তিত্ব স্বর্গীয় কার্তিক চন্দ্র সাহার ৩য় মৃত্যুবার্ষিকী উদযাপন করেছে তার পরিবারবর্গ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরাণবাজার নিতাইগঞ্জস্থ (শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের আশ্রম সংলগ্ন) তার বাসভবনে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, প্রসাদ বিতরণ, গতকাল ২৪ জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর হরিনাম কীর্তন উপলক্ষে অধিবাস কীর্তন, গঙ্গা আবাহন অনুষ্ঠিত হয় এবং আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে হরিনাম কীর্তনের শূভ সূচনাসহ দুপুরে ঠাকুরের ভোগরাগ শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
প্রয়াত কার্তিক সাহার পুত্রদ্বয় অন্তর সাহা (অনু) এবং হৃদয় সাহা (বিনু) ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পিতার আত্মার শান্তি কামনা করে ধর্মীয় ক্রিয়া সম্পন্ন করেন। প্রয়াতের পত্নী, পুত্র, কন্যা ও পরিবারবর্গ প্রয়াতের আত্মার শান্তি কামনায় সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ কার্তিক চন্দ্র সাহা ইহলোকের মায়া মমতা ত্যাগ করে বহু আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে স্বর্গধামে গমন করেন। গত ২৪ জানুয়ারি ছিল তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।