প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
রসের মানুষদের ছোঁয়ায় লেখক ফোরামের রস সন্ধ্যা
শীত এলো আর লেখক ফোরামের রস সন্ধ্যা হবে না তা কী করে হয়। রসের গন্ধে মৌ মাছির মতো দলবল নিয়ে আইফা পাঠাগারে হাজির লেখক ফোরামের সদস্যরা। নবীন, প্রবীণদের অংশগ্রহণে প্রতিবারই রস সন্ধ্যা হয়ে ওঠে রসালো। গানে-প্রাণে, হাসি-আনন্দে রস সন্ধ্যা এদিন ছিলো উপভোগ্য।
মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় এই আয়োজন। সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তারের নেতৃত্বে রস সন্ধ্যার কার্যক্রম এগিয়ে চলে। মেহেরাজ হাসান সৌরভের হাত ধরে রসের হাড়ি যখন রস সন্ধ্যাস্থলে এলো তখন থেকেই শুরু হয় আমেজ।
অস্থায়ী চুলা তৈরি, লাকড়ী খুঁজে আনা শুরু করে সকল কিছু নিজ হাতে করেছে ফোরামের সদস্যরা। পাতিলে রসের ধোঁয়া ওঠার সাথে সাথে চলছিলো গান আর আড্ডা। তার মাঝে জিভে জল এসে হাজির রসের স্বাদ নিতে। সবশেষে রসের পায়েস যখন পুরোপুরি তৈরি, সু-শৃঙ্খলভাবে সেটি বন্টনের দায়িত্ব পড়ে লেখক ফোরামের সাবেক সভাপতি নজরুল ইসলামের কাঁধে। তিনি প্রত্যেকের প্লেটে দেয়ার সাথে গরম রসের পায়েসের স্বাদ নেয় সবাই।
খাওয়ার পাশাপাশি রাবেয়া আক্তারের রান্নার প্রশংসা করতে থাকেন অনেকে। আয়োজনে উপস্থিত ছিলেন লেখক ফোরামের শুভাকাঙ্ক্ষী আকবর হোসেন মনির, যুবলীগ নেতা পাবেল পাটোয়ারী, ইঞ্জিনিয়ার আল আমিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, লেখক ফোরামের সভাপতি পাভেল আল ইমরান, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান, জহির আহমেদ সাজিদ, লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, ডাঃ ইমাম হোসেন সৌরব। নবীন এবং প্রবীণ প্রায় পঞ্চাশজনের বেশি সদস্য এদিন রসের স্বাদ গ্রহণ করে। প্রাণের মাঝে আনন্দের খোঁজে সার্থকতা লাভ করে রস সন্ধ্যা।